ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাঙ্গণেমোরের নাট্যভ্রমণ

প্রকাশিত: ১২:১৯, ১২ মার্চ ২০১৯

প্রাঙ্গণেমোরের নাট্যভ্রমণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। সংগঠনটির প্রযোজনায় বিভিন্ন মঞ্চ নাটক ইতোমধ্যে দেশে ও বিদেশে সমাদৃত। স্বাধীনতার এই মাসে দলটি আমন্ত্রিত হয়ে দেশের বিভিন্ন জেলায় নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, দলটি ১৬ দিনে ৭টি জেলায় ৪টি নাটকের ৭টি প্রদর্শনী করবে। এগুলো হচ্ছে ১২ মার্চ সিলেটে ‘ঈর্ষা’, ১৬ মার্চ রাজশাহীতে ‘হাছনজানের রাজা’, ১৮ মার্চ কুমিল্লাতে ‘হাছনজানের রাজা’, ২০ মার্চ জয়পুরহাটে ‘আওরঙ্গজেব’, ২২ মার্চ রংপুরে ‘ঈর্ষা’, ২৪ মার্চ সিরাজগঞ্জে ‘হাছনজানের রাজা’ এবং ২৭ মার্চ মাদারীপুরে ‘কনডেম্ড সেল’ নাটকগুলো প্রদর্শিত হবে। ‘ঈর্ষা’, ‘হাছনজানের রাজা’ ও ‘আওরঙ্গজেব’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা এবং ‘কনডেম্ড সেল’ নাটকটি নির্দেশনা দিয়েছেন নির্দেশক ও অভিনেতা আওয়াল রেজা। ‘হাছনজানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ, ‘কনডেম্ড সেল’ নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা এবং ‘ঈর্ষা’ নাটকটির নাট্যকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দলীয় প্রধান অনন্ত হীরা জানান, ঢাকার বাইরের অনেক প্রিয় নাট্যবন্ধু ফোনে ফেসবুকে এবং ইনবক্সে প্রায়ই প্রাঙ্গণেমোরের নাটক দেখতে আগ্রহ প্রকাশ করেন। এই মার্চ মাসে আমরা ঢাকার বাইরে বেশ কিছু শো করছি। প্রাঙ্গণেমোর নাট্যদলের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। ‘ঈর্ষা’য় সংলাপ মাত্র ৭টি, চরিত্র ৩টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট ও সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিটের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর আগে বাংলা ভাষায় হয়নি। নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘ঈর্ষা’ কাব্যনাটকের গল্প জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সঙ্ঘাতে ভরা। সেই সঙ্গে আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, আছে শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালবাসা আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও। ‘ঈর্ষা’য় অভিনয় করছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সঙ্গীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।
×