ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীঘ্রই প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ ॥ আনিসুল হক

প্রকাশিত: ০৯:৩৮, ৭ মার্চ ২০১৯

শীঘ্রই প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ ॥ আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল বাংলাদেশের সংবিধান দ্বারা স্থাপিত প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এর কোন স্থায়ী স্থাপনা নেই। তাই এর একটি স্থায়ী স্থাপনা থাকা উচিত। ‘যেখানে এটা ফাংশনাল এবং দেখা যাবে যে এটা ফাংশনাল।’ বুধবার ঢাকায় নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন। মন্ত্রী বলেন, আমি জেনেছি যে এই ট্রাইব্যুনাল ৩৫ বছর ধরে অস্থায়ী স্থাপনায় আছে। আমার মনে হয় অনেক দিন অপেক্ষা করা হয়েছে। আর অপেক্ষা নয়। বলেন, এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যা আছে। এ সমস্যা নিরসন করে শীঘ্রই এর একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে। মার্কিন ‘সাহসী নারীর’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশী রাজিয়া জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) এ্যাওয়ার্ড পাচ্ছেন রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক রাজিয়া সুলতানা। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাহসিকতার জন্য রাজিয়াসহ বিশ্বের ১০ নারীকে এ পুরস্কার দেয়া হবে। -ওয়েবসাইট
×