ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শ্রদ্ধা

প্রকাশিত: ০৯:১৭, ২ মার্চ ২০১৯

 বঙ্গবন্ধু জাদুঘরে  বঙ্গবন্ধু ডিপ্লোমা  প্রকৌশলী  পরিষদের শ্রদ্ধা

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ২০১৯-২১ টার্মের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অপর্ণ করেছে। পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ খবির হোসেন ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌঃ এ কে এম আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৬৯ সদস্যবিশিষ্ট কেনিপ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। শপথগ্রহণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানীয় কিউরেটর সাবেক সচিব এন আই খান। এছাড়াও অন্যদের মধ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান এবং আইডিইবির ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন সার্ভিস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×