ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান ছিনতাই চেষ্টা

পলাশের সাবেক স্ত্রী সিমলা রহস্য উদ্ঘাটনে সহায়তা করতে প্রস্তুত

প্রকাশিত: ০৯:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

পলাশের সাবেক স্ত্রী সিমলা রহস্য উদ্ঘাটনে সহায়তা করতে প্রস্তুত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ফ্লাইটটি স্রেফ একটি খেলনা পিস্তল দিয়েই কথিত ছিনতাই নাটক সাজিয়েছিল আলোচিত দষ্কৃতকারী পলাশ আহমদ। ইতোমধ্যে এ সংক্রান্ত সিএমপির পতেঙ্গা থানায় একটি মামলা রুজু হওয়ার পর তা কাউন্টার টেরোরিজম ইউনিটকে (চট্টগ্রাম) তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া তদন্তভার পাওয়ার পরই পলাশের ব্যবহৃত সেই হালকা কালো আকৃতির খেলনা পিস্তল (মেড ইন বাংলাদেশ) সহ ১৫ ধরনের আলামত জব্দ করেছেন। জব্দ তালিকায় বিজি-১৪৭ এয়ারক্রাফটটিও রয়েছে। তবে জব্দের পর তা সিভিল এভিয়েশনের জিম্মায় দেয়া হয়েছে। বিমানটি এখনও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। তদন্ত কর্মকর্তা ইতোমধ্যেই আরও যেসব আলামত জব্দ করেছেন তারমধ্যে রয়েছে পলাশের পাসপোর্ট, সিমলার সঙ্গে বিয়ের কাবিননামা, পলাশের বিদেশে ভ্রমণ বৃত্তান্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া পলাশ ও তার সাবেক স্ত্রী সিমলার বিভিন্ন ধরনের ছবি ইত্যাদি।
×