ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘোষিত প্রাথমিক জাতীয় দলে নেই ওয়ালী, ডাক পেলেন স্ত্রী-কন্যা হারানো সোহেল রানা, অনুর্ধ-২৩ দল ঘোষণা

কম্বোডিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

কম্বোডিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

রুমেল খান ॥ আগামী মার্চ থেকে ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবলের। কেননা ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা (এটি হবে ফিফা টায়ার ওয়ান ম্যাচ)। এরপরই অনুর্ধ-২৩ দলের এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। যা শুরু হবে ২২ মার্চ থেকে। এ উপলক্ষে সোমবার জাতীয় দল এবং অ-২৩ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ক’দিন ধরেই একটা গুজব ছড়িয়ে পড়েছিল- এবার জাতীয় দলে নেয়া হবে না লেফট ব্যাক ওয়ালী ফয়সাল এবং এ্যাটাকিং মিডফিল্ডার মামুনুল ইসলামের মতো অভিজ্ঞ সিনিয়র ফুটবলারদের। গুজবটা আংশিক সত্যি হয়েছে। ব্রিটিশ কোচ জেমি ডে যে দল ঘোষণা করেছেন, তাতে মামুনুল থাকলেও সুযোগ পাননি ওয়ালী ফয়সাল। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়েছেন রাসেল মাহমুদ লিটন, জাফর ইকবাল ও জাবেদ খান। জেমি ডে আগেই জানিয়েছিলেন- দল নিয়ে তেমন কোন পরীক্ষা-নিরীক্ষা করবেন না। পুরনোতেই আস্থা রাখবেন। মূলত চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে যারা ভাল খেলবে, তাদেরও বিবেচনা করা হবে। সার্বিকভাবে দলটা হবে তারুণ্যনির্ভর। সোমবার বাফুফে থেকে দেয়া প্রাথমিক দলের তালিকা দেখে তেমনটিই মনে হয়েছে। শেখ রাসেলের এই ফুটবলার এর আগেও অবশ্য জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। তবে খেলা হয়নি। এছাড়া অ-১৭ ও অ-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ২৭ সদস্যের প্রাথমিক দলে একটাই চমক, সোহেল রানা। এই সেই সোহেল রানা, যিনি গত নবেম্বরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র ছেলেকে হারিয়ে নিজেও গুরুতর আহত হয়ে আলোচিত হয়েছিলেন। স্ত্রী আফরিন ঝুমা বেঁচে থাকতে সোহেলকে প্রায়ই জিগ্যেস করতেন, কবে তিনি জাতীয় দলে খেলবেন। যখন ডাক পেলেন, তখন সেটা দেখার জন্য তার স্ত্রী আর বেঁচে নেই! এখন যদি জেমি মিডফিল্ডার সোহেলকে চূড়ান্ত স্কোয়াডেও রাখেন এবং খেলান, তাহলে নিশ্চয়ই ঝুমার স্বপ্ন পূরণ হবে। স্ত্রী-সন্তান হারানোর শোক সামলে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে চলতি প্রিমিয়ার লীগে সোহেলের চোখ ধাঁধানো খেলায় মুগ্ধ হন জেমি ডে। তাইতো তাকে রেখেছেন জাতীয় দলের প্রাথমিক তালিকায়। তালিকায় সোহেল ছাড়া নতুন মুখ দুটি। শেখ জামাল ধানম-ির সেন্টার ব্যাক মনজুর রহমান মানিক এবং আরামবাগ ক্রীড়া সংঘের উইঙ্গার আরিফুর রহমান। যুব দলের জার্সিতে প্রথম জন এর আগে যুব দলের হয়ে খেলেছেন। এছাড়া অনেকদিন পর ডাক পেয়েছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। প্রাথমিক জাতীয় দল ॥ শহীদুল আলম সোহেল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া (আবাহনী লিমিটেড); আনিসুর রহমান জিকো, মাসুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, ইমন মাহমুদ বাবু, সুশান্ত ত্রিপুরা, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস); আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, সোহেল রানা, ইয়াসিন খান (শেখ রাসেল); রহমত মিয়া ও জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং), মাজহারুল ইসলাম হিমেল, আরিফুর রহমান ও রবিউল হাসান (আরামবাগ); মনজুর রহমান মানিক (শেখ জামাল)। অনুর্ধ-২৩ প্রাথমিক জাতীয় দল ॥ নাঈম মিয়া, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ (ঢাকা আবাহনী), মাসুক উদ্দিন আহমেদ চৌধুরী, মনির হোসেন (শেখ জামাল), পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, আল-আমিন, জাফর ইকবাল, মোহাম্মদ স্বাধীন (সাইফ স্পোর্টিং), বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ (শেখ রাসেল), মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ রকি, মোহাম্মদ সুজন, রবিউল হাসান, আরিফুর রহমান, সারোয়ার জামান নিপু (আরামবাগ), আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সোহানুর রহমান (বসুন্ধরা কিংস), রাকিব হোসেন (রহমতগঞ্জ) এবং খন্দকার আশরাফুল ইসলাম (নোফেল)।
×