ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটিং নিয়ে কোহলির অসন্তোষ

প্রকাশিত: ১১:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ব্যাটিং নিয়ে কোহলির অসন্তোষ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট-ওয়ানডেতে দাপট দেখানো ভারত ইদানীং টি২০তে ঠিক নিজেদের মতো খেলতে পারছে না। অস্ট্রেলিয়ায় ১-১এ ড্র, নিউজিল্যান্ডে ২-১এ সিরিজ হারের পর ঘরের মাটিতে অসিদের কাছে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শেষ বলে ধরাশায়ী ৩ উইকেটে। পরশু বিশাখাপত্তমে ১২৬ রান করেছিল স্বাগতিকরা। সমান ৭ উইকেট হারিয়ে উমেশ যাদবের করা শেষ বলে নাটকীয় জয় পায় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসার নাথান কুল্টার নাইল। সিরিজটা যেহেতু দুই ম্যাচের, তাই এবারও সেটি জেতা হচ্ছে না ভারতীদের। অধিনায়ক কোহলির কণ্ঠে ছিল স্কোর বোর্ডে দেড়শ’ রান না হওয়ার আফসোস। বেঙ্গালুরুতে বুধবার দ্বিতীয় ও শেষ টি২০। সবশেষে রয়েছে পাঁচ ওয়ানডে। ‘স্কোর বোর্ডে দেড়শ রান তুলতে পারলে হয়তো ম্যাচটা আমরা জিততাম।’ বলেন কোহলি। উমেশের করা শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ২ রান করে অস্ট্রেলিয়াকে জেতান প্যাট কামিন্স। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাদের ১১৩ রানে ৭ উইকেট পড়ে যায়। শেষ ওভারে ১৪ রান দরকার ছিল অস্ট্রেলীয়দের। উমেশকে বল করতে আনেন অধিনায়ক। কিন্তু তার দ্বিতীয় বলেই চার মেরে দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন জাই রিচার্ডসন। ২ বলে যখন ৬ রান দরকার, তখন প্যাট কামিন্স ফের চার মারেন উমেশের বলে। তাতেই জয়ের কাছে চলে যায় অস্ট্রেলিয়া। শেষের আগের ওভারেই জশপ্রীত বুমরা মাত্র ২ রান দেয়ায় অস্ট্রেলিয়া বেশ চাপে পড়ে গিয়েছিল। তার প্রশংসা করে কোহলি বলেন, ‘বুমরাহ বল হাতে চমকে দিতে পারে। বিশেষ করে যখন রিভার্স সুইং পায়। ও দুর্দান্ত বোলিং করে আমাদের ভাল জায়গায় নিয়ে এসেছিল। আর মাঝের ওভারগুলোতে মায়াঙ্ক মার্কন্দেও ভাল বল করে।’ নিজেদের ব্যাটিং নিয়েও খুশি নন ভারত অধিনায়ক, ‘১৫ ওভার পর্যন্ত উইকেট যথেষ্ট ভাল ছিল। কিন্তু আমরা সেই অনুযায়ী ভাল ব্যাটিং করতে পারিনি। টি২০ ম্যাচে কম রান হলে যে কেউ জিততে পারে।’ টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার লোকেশ ৩৬ বলে ৫০ রান ও কোহলি ১৭ বলে ২৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি শেষ পর্যন্ত ক্রিজে থাকলেও ৩৭ বলে ২৯ রান করেন। ঋষভ পন্থ পাঁচ বলে ৩ রানের বেশি করতে পারেননি। দলের তরুণ ব্যাটসম্যানদের নিয়ে কোহলির মন্তব্য, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে রাহুল আর পন্থকে আরও খেলার সময় দিতে হবে। রাহুল ভাল ব্যাটিং করেছে। আমার সঙ্গে ওর একটা ভাল পার্টনারশিপ (৩৭ বলে ৫৫ রান) হয়। উইকেট যে রকম ছিল, তাতে দেড়শ রান তুলতে পারলে হয়তো ম্যাচটা জিততাম। তবে অস্ট্রেলিয়া এদিন আমাদের চেয়ে ভাল খেলেছে। জয়টা ওদের প্রাপ্য ছিল।’ বিশাখাপত্তমের উইকেট নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ বলেন, ‘উইকেটের গতি ক্রমশ কমে যায়। বলও নিচু হয়ে যাচ্ছিল।’ ওপেনার ডি অর্চি শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল এ দিন অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরও একাধিক রান আউট ও বুমরার আক্রমণে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। যা নিয়ে ফিঞ্চ বলেন, ‘রান আউটগুলো চাপে ফেলে দেয় আমাদের। তবু জয়টা দারুণ। এই উইকেটেও ম্যাক্সি যা ব্যাটিং করেছে, তা অসাধারণ। আমাদের বোলাররা রিভার্স সুইং পাচ্ছিল। তা কাজে লাগিয়ে ওরা সমানে উইকেটে বল রেখে গেছে।’ বুমরাহর মতো এ দিন নাথান কুল্টার নাইলও ৩ উইকেট নেন। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকেই ভাল বোলিং করেছি আমরা। বল ঠিকমতো ব্যাটে আসছিল না। তাই আমরাও লেংথ কমিয়ে বোলিং করি। পরের ম্যাচে এখন সিরিজ জেতাই আমাদের একমাত্র লক্ষ্য।’
×