ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

সংসদে প্রশ্ন রাখা নিয়ে শেখ সেলিমের ক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

সংসদে প্রশ্ন রাখা নিয়ে শেখ সেলিমের ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদ অধিবেশনে শুরুতেই মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব থাকে। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগেরই সংসদ সদস্য সংখ্যা ২৫৮ জন। এর মধ্যে বিপুল সংখ্যেক সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। কিন্তু প্রতিদিনই প্রশ্ন উত্থাপনকারী সংসদ সদস্যরা অনুপস্থিত থাকেন। ফলে স্পীকারকে বাধ্য হয়েই অন্য কাউকে প্রশ্নটি উত্থাপনের জন্য ফ্লোর দেন।এটা এখন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। আবার অনেকে প্রশ্নটি করেই সংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসুচির শুরুতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন করার কথা ছিল চট্টগ্রাম-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান (মিতা)। তাঁর অনুপস্থিতিতে প্রশ্নটি উত্থাপন করেন সাবেক হুইপ ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। এরপর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রশ্নের বেলাতেও আনোয়ারুল আজীম (আনার) এর অনুপস্থিতিতে অন্য একজন প্রশ্নটি উত্থাপন করেন। এভাবে আরও একটি প্রশ্ন করার কথা ছিল সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের। তাঁর অনুপস্থিতিতে প্রশ্নটি উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। প্রশ্নটি উত্থাপনের আগেই স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, যাঁরা সংসদে প্রশ্ন দিয়ে উপস্থিত থাকেন না, তাঁদের আপনি (স্পীকার) সুযোগ দিতে পারেন। কিন্তু যাঁরা উপস্থিত থাকেন তাঁদের প্রশ্নটাই সুযোগ দেওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসলে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এভাবে প্রশ্ন দিয়ে যদি উপস্থিত না থাকেন তবে বিষয়টি দাঁড়াবে যে, সংসদের ব্যাপারে কারোর কোন সিরিয়াসনেস নেই। বিষয়টি আপনার দৃষ্টিতে আনলাম। এ সময় সিনিয়র সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যে সমর্থন করেন।

শীর্ষ সংবাদ:

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
৩১ মার্চ থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন
বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
বেলজিয়ামের সঙ্গে সরাসরি জাহাজ চালুর প্রস্তাব নৌপ্রতিমন্ত্রীর
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প