ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ৩ ডাকাতসহ ১২আসামী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

সীতাকুন্ডে ৩ ডাকাতসহ ১২আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ড ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২টি কার্তুজ, ১টি ছোরা, ও একটি পাইপ গান উদ্ধার করা হয়। আটককৃতদের নামে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। ডাকাতরা হল বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর গ্রামের শাহ আলমের পুত্র মো: ইলিয়াস প্রকাশ সুমন(৩২), একই ইউনিয়নের নডালিয়া গ্রামের মো. আলীর পুত্র মো. নাঈম উদ্দিন (২০) ও রেলওয়ে উত্তর কলোনীর মৃত নুরুল ইসলামের পুত্র মহরম আলী (৩২)। থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে মর্মে পুলিশ গোপন সূত্রে খবর পায়। ডাকাতরা বাড়বকুন্ড মুসা কলোনীর সামনে কাঁচা রাস্তায় জড়ো হচ্ছে এমন খবর পেয়ে এএসপি শম্পা রানী সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ডাকাতদের তিন সদস্যকে আটক করে। এএসপি শম্পা রানী সাহা বলেন,‘ডিআইজি স্যার চট্রগ্রামের নির্দেশে থানার একটি হট নাম্বার প্রতিটা এলাকার জণগণকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জনগণকে নিয়ে ডাকাতি প্রতিরোধে ”ডিফেন্স টিম” গঠন করি। গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে আমরা তিন ডাকাতকে আটক করি। ইতিপূর্বে আমরা আরও কিছু ডাকাত ও ছিনতাইকারী আটক করতে সক্ষম হই। ডাকাতদের আটকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ অন্যদিকে একই রাতে বাড়বকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন বাসায় মাদ্রাসা শিক্ষক ইমরান হত্যা মামলার তিন আসাম গ্রেফতার করা হয়েছে। একইভাবে ১০লিটার চোলাই মদসহ একজন এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
×