ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যেসব ফোনে আর চলবে না গুগল ক্রোম

প্রকাশিত: ০৬:৫৮, ১০ জুলাই ২০২৫; আপডেট: ০৭:০৪, ১০ জুলাই ২০২৫

যেসব ফোনে আর চলবে না গুগল ক্রোম

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড ৮ (Oreo) এবং অ্যান্ড্রয়েড ৯ (Pie) অপারেটিং সিস্টেমচালিত ফোনগুলোতে আগামী আগস্ট মাস থেকে গুগল ক্রোম আর আপডেট হবে না। এর ফলে এসব ডিভাইসে নিরাপদ ব্রাউজিং সেবার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি হতে পারে।

গুগলের এই সিদ্ধান্ত অনুযায়ী, আগস্টের পর থেকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী ভার্সনে ক্রোম ব্রাউজার আপডেট পাওয়া যাবে। অর্থাৎ পুরনো ওএস চালিত ফোনে গুগল ক্রোম ব্যবহারে ব্যবহারকারীরা আর নতুন কোনো ফিচার কিংবা নিরাপত্তা আপডেট পাবেন না।

বিশেষজ্ঞরা বলছেন, আপডেট না থাকলে এসব ফোনে গুগল ক্রোম ব্যবহার করা গেলেও তা হবে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ, নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা থাকলে তা সাইবার অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হতে পারে। বিশেষ করে যারা স্পর্শকাতর অ্যাপ, যেমন ব্যাংকিং, স্বাস্থ্যসেবা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তাদের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা বাড়বে।

বর্তমানে গুগলের পরিসংখ্যান অনুযায়ী, এখনো প্রায় ৬ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৯ ব্যবহার করছেন এবং প্রায় ৪ শতাংশ ব্যবহারকারী রয়েছেন অ্যান্ড্রয়েড ৮ বা ৮.১-এ। এদের সবাইকে গুগল কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যত দ্রুত সম্ভব অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে। অন্যথায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাক বা ডেটা লিকের মতো বড় সমস্যার সম্মুখীন হতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ফোন ব্যবহারে যদি সফটওয়্যার আপডেট করা সম্ভব না হয়, তবে বিকল্পভাবে আধুনিক এবং আপডেট-সমর্থিত ডিভাইসে স্থানান্তরের পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গুগল একদিকে যেমন ব্যবহারকারীদের নিরাপত্তার মানদণ্ডকে আরও উন্নত করতে চাচ্ছে, তেমনি পুরনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় সতর্কবার্তাও বটে। তাই প্রযুক্তির দুনিয়ায় নিরাপদ থাকতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া আর কোনো বিকল্প নেই।

 

শেখ ফরিদ 
 

×