ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ১২শ’ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১০:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

 নারায়ণগঞ্জে ১২শ’  ফুট অবৈধ  গ্যাস সংযোগ   বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে বসতবাড়ি, রেস্তঁরা ও কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. ডি. শামছুল আরেফিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জোনের তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের উদ্যোগে অভিযান চলে। এ সময় ১২শ’ ফুট অবৈধ গ্যাস সংযোগের পাইপ অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত আবাসিক রাইজার থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ায় ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকায় কে. এস. টুইস্ট নামক একটি ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানার ডাইং মাস্টার সাহেব আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ায় এক বসতবাড়ি ও নবাবী চাইনিজ এ্যান্ড পার্টি সেন্টার নামক একটি খাবার প্রতিষ্ঠান এবং মিজমিজি বাতানপাড়ার পূর্বপাড়া এলাকায় তাজুল মালিকানাধীন একটি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের নারায়ণগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার জানান, অবৈধভাবে আবাসিক রাইজার থেকে গ্যাস সংযোগ নিয়ে শিল্প কারখানা পরিচালনা করার অপরাধে ডাইং কারখানার মালিকের বিরুদ্ধে স্বাভাবিক গ্যাস আইনে মামলা করা হবে। অন্য একটি খাবার প্রতিষ্ঠানের মালিককে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধেও রেগুলার আইনে মামলা করা হবে।
×