ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের রেষারেষি ॥ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষকদের রেষারেষি ॥ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছার সরকারী এমএল মডেল হাইস্কুল, বিএম হাইস্কুল ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের টানাপোড়েন দীর্ঘদিনের। ফলে প্রতি বছর এই ৩ প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা কক্ষে কর্তব্যরত শিক্ষকদ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রবিবার এর প্রতিকার চেয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র-৩১১ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের কাছে অভিভাবক ও কয়েকজন পরীক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুটি পৃথক অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল ভেনুর ১৫ নম্বর কক্ষে পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট আগে (ওএমআর সিট) ক্লোজ করে নেয়া হয়েছে। যা সম্পূর্ণ আইনবহির্ভূত। এ সময় পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকরা ওএমআর সিট ফেরত দেন। কেন্দ্রের সুপার বিএম স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের তোপের মুখে পড়ে বলেন, এমএল হাইস্কুল কেন্দ্রে ১০ মিনিট আগে খাতা নিয়ে নিয়েছে। তাই আমি প্রতিশোধ নিতে ৫ মিনিট আগে খাতা নিয়ে নিয়েছি। ফলে আগামী পরীক্ষাগুলো অন্য ভেনুতে নেয়ারও দাবি করা হয় ওই লিখিত অভিযোগে। পরীক্ষা শেষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক ফারজানা বিন ইসরাত, নাছিমা খাতুন, নাসরীন নাহার আশা, জিএম নাজমুল সাদাত, রাকিবুল ইসলাম, আব্দুর রব, মোশারফ হোসেন, ফেরদৌসি বেগম, হাবিবুর রহমান, আব্দুর রহমান এবং সরকারী এমএল মডেল বিদ্যালয়ের পরীক্ষার্থী আবরার সাহাদ উৎসব, রুহিন উদ্দিন, ইসতিয়াক আহম্মেদ, আসিফ নেওয়াজ লিখন, নাভিদ হাসান, রেজোয়ান হোসেন, কাজিম হাসান, ফয়জুর নুর ইসলাম, সাজিদ আহম্মেদ, রুহিন আরমান অমি, সাজিদ আকবার, সিমিন শাহরিন, সাদিয়া আফরিন ইরিন, খাদিজা পারভীন, সামিয়া জামান প্রভা, রাফসান ইসলাম, খালিদ মেহবুব স্বাক্ষরিত দুটি পৃথক আবেদন কেন্দ্র সচিব এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র-৩১১ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বরাবর প্রেরণ করেছেন। এ ব্যাপারে অভিভাবকরা বলেন, দীর্ঘদির ধরে পৌরসদরের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে প্রতিবছর এসএসসি ও জেএসসি পরীক্ষার সময় এক প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের সময় শেষ হওয়ার আগে খাতা কেড়ে নেয়া, পরীক্ষার্থীদের তল্লাশি করে সময় নষ্ট করে দেয়। ফলে ভাল ফলাফল হতে বঞ্চিত হয়। সে কারণে আগামীতে সব পরীক্ষায় উল্লেখিত ৩ প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ারও আহ্বান জানান অভিভাবকরা।
×