ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৯:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৩ ফেব্রুয়ারি ॥ দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ লাখ ৫৫ হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শনিবার সকালে জব্দকৃত ওই জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্টগার্ডের লেঃ কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীররাতে কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় একটি ট্রালার বোঝাই ৪ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। অবৈধ এই জাল গোপনে বিক্রির জন্য দৌলতখানে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত এই জালের মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা। কিন্তু অবৈধ এই কারেন্ট জালের মালিক কাউকে তারা আটক করতে পারেনি। পরে জব্দকৃত জাল চদুরচর এলাকায় মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া আদর্শ শিশু সরকারী প্রাইমারী স্কুলের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ২২৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা এগারোটায় আমলাপাড়া স্কুলের পাশের একটি মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (জাপা-এ) একেএম সেলিম ওসমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল, সাবেক সভাপতি কাসেম জামাল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন।
×