ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বাউফলে মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ ফেব্রুয়ারি ॥ আবুল হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন প্রায় ৪ মাস আগে। অথচ এক ইউপি চেয়ারম্যান তাকে জীবিত দেখিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। আর সেই প্রতিবেদনের আলোকে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুর গ্রামের আবুল হোসেন হাওলাদার এবং তার অপর ভাই মোঃ খলিলুর রহমানকে আসামি করে ২০১৭ সালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন তাদের ভগ্নিপতি মোঃ জসিম মৃধা। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন খানকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। এর মধ্যে মামলার ১ নম্বর আসামি আবুল হোসেন খান গত বছর ২ সেপ্টেম্বর মারা যান। কিন্তু বাউফল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ওই বছর ২৩ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে আবুল হোসেনকে জীবিত দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সত্য বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন উল্লেখ করেন, বাদীর মানিত সাক্ষী এবং পার্শ¦বর্তী লোকজনের সঙ্গে কথা বলে তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন।
×