ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের শিক্ষক প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের শিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ ফেব্রুয়ারি ॥ প্রতিবন্ধীদের শিক্ষক প্রশিক্ষণ কোর্স সোমবার শুরু হয়েছে। শহরের আশ্রমপাড়ায় প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান ঠাকুরগাঁও প্রতিবন্ধী শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয় ব্যাচের এক বছর মেয়াদী কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টশনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাহমিনা আখতার মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও প্রাক্তন ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মেছবাহুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রতিষ্ঠানে এবারের কোর্সে বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের ৫০ শিক্ষক প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছেন।
×