ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৯:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 স্বাস্থ্যসেবা নিশ্চিত  করতে হবে ॥  এলজিআরডি  মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২ ফেব্রুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম লাকসামের সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিকদের উদ্দেশে বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে হবে। রোগীদের চিকিৎসা ব্যয় ও পরীক্ষা-নিরীক্ষা ফি কমাতে হবে। যাতে তারা কম খরচে চিকিৎসা সেবা নিতে পারে। তিনি শনিবার লাকসাম পৌর হল রুমে বক্তব্য দিতে গিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেক হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীরা যাতে কম খরচে স্বাস্থ্য সেবা পেতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। বেসরকারী হাসপাতালগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে মানুষ সবসময় চিকিৎসা সেবা পাচ্ছে। লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জেন্ট ডাঃ মোঃ শাহাদাত হোসেন, লাকসাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ও আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ, ডাঃ নুর জাহান বেগম প্রমুখ।
×