ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় একাদশ -অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-১৭

প্রকাশিত: ১১:১৪, ২৮ জানুয়ারি ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় একাদশ -অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-১৭

১। রাখাইনদের বৃহৎ ও সার্বজনীন উৎসব কোনটি ? (ক) বসন্ত উৎসব (খ) সোহরাই উৎসব (গ) বৈশাখী পূর্ণিমা (ঘ) সাংগ্রাই। ২। মারমারা গ্রামকে কী বলে? (ক) রোয়া (খ) থামি (গ) রোয়াজা (ঘ) আঞ্জি। ৩। রাখাইন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে- (i) সাংগ্রাই উৎসব বৃহৎ আনন্দ উৎসব (ii) সমুদ্র উপকুলের সমতলে বসবাস (iii) পটুয়াখালী ও বরগুনা জেলায় বাস করে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৪ এবং ৫নং প্রশ্নের উত্তর দাও ঃ সুপর্ণা চট্টগ্রামে বেড়াতে গিয়ে কযেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব উদযাপন ঘুরে ঘুরে দেখেছে। সে তার দেখা উৎসবগুলোর সাথে পহেলা বৈশাখ উৎসবের মিল খুঁজে পেয়েছে। ৪। সুর্পণা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোন উৎসবটি দেখেছে? (ক) ওয়ানগালা (খ) সোহরাই (গ) পানি খেলা (ঘ) বৈসাবী। ৫। পহেলা বৈশাখের সাথে সুর্পণা উক্ত উৎসবের যে মিল খঁজে পেয়েছে তা হলো- (i) কৃষির সাথে সংশ্লিষ্ট (ii) নতুন বছরকে বরণ করা (iii) পুরাতন বছরকে বিদায় জানানো। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। ৬। নিচের কোন উপকরণগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে বাঙালি সংস্কৃতিতে এসেছে? (ক) লগি, বৈঠা, বড়শি (খ) পলো, ডুলা, হাতুড়ি (গ) বৈঠা, দড়ি, দোলনা (ঘ) লাঙল, ঢেঁকি, ঝুড়ি। ৭। মাচা পেতে ঘর তৈরি করে কারা? (ক) মারমারা (খ) চাকমারা (গ) সাঁওতালরা (ঘ) রাখাইনরা। ৮। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈসাবী উৎসব পালন করে কেন? (ক) দেবতাকে খুশি করতে (খ) বিবাহ উদযাপন অনুষ্ঠান (গ) পুরাতন বছরকে বিদায় জানাতে (ঘ) ভালো ফসলের জন্য। ৯। নবান্ন উৎসব আর ওয়াগালা উৎসবের মধ্যে সাদৃশ্য হলো- (ক) দুটি উৎসবই কৃষি ও সংস্কৃতি ভিত্তিক (খ) দুটি উৎসবই কৃষি ভিত্তিক (গ) উপজাতিদের উৎসব (ঘ) বৃষ্টির জন্য উৎসব। ১০। রাখাইনদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য- (i) কৃষির উপর নির্ভরশীলতা (ii) জুম পদ্ধতিতে চাষাবাদ (iii) হস্তচালিত তাঁতে কাপড় উৎপাদন। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii। ১১। কোনটি রাখাইনদের ঐতিহ্যের প্রতীক? (ক) ফতুয়া (খ) লুঙ্গি (গ) পাগড়ি (ঘ) শাড়ি। ১২। মারমাদের পরিবার ব্যবস্থার বৈশিষ্ট্য- (i) পরিবারে পিতার স্থান সর্বোচ্চ (ii) পরিবারিক সিদ্ধান্ত গ্রহণে মেয়েদেরকে গুরুত্ব প্রদান (iii) কৃষিকাজে মেয়েদের অংশগ্রহণ। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। অর্থনীতিতে ক্ষুদ্রনৃগোষ্ঠীদের অবদান হলো- (i)জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে (ii)বৈদেশিক আয়ের ভান্ডার সমৃদ্ধ করেছে (iii) বৈদেশিক রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করেছে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৪। রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব কী? (ক) বড়দিন (খ) বিজু (গ) বৈশাখী পূর্ণিমা (ঘ) সাংগ্রাই। ১৫। পালি ও ওড়িয়া ভাষার সাথে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সাদৃশ্য রয়েছে ? (ক) চাকমা (খ) গারো (গ) সাঁওতাল (ঘ) ত্রিপুরা । ১৬। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ক্ষুদ্রনৃগোষ্ঠীদের অংশগ্রহণের কারণ হলো- (i) দেশের প্রতি ভালোবাসা (ii) গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ (iii) দেশকে শত্রুমুক্ত করা। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। ১৭। কুড়ি, গন্ডা, পণ প্রভৃতি শব্দের উৎস কী? (ক) তৎসম শব্দভান্ডার (খ) বিদেশি শব্দভান্ডার (গ) তদ্ভব শব্দভান্ডার (ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর শব্দভান্ডার। উত্তর ঃ ১(ঘ), ২(ক), ৩(ঘ), ৪(ঘ), ৫(খ), ৬(ক), ৭(ঘ), ৮(গ), ৯(খ), ১০(ঘ), ১১(গ), ১২(ক), ১৩(ক), ১৪(গ), ১৫(ক), ১৬(গ), ১৭(ঘ)।
×