ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:০৩, ২৬ জানুয়ারি ২০১৯

 রাজশাহী সীমান্তে  ফেনসিডিল  উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় দুই মাদক চোরাচালানিকে গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর দামকুড়া থানার চর মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে শামীম রেজা ও চর মাঝাড়দিয়াড় গ্রামের সেন্টু শেখের ছেলে জীবন শেখ শুক্রবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসিফ বুলবুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্ত সংলগ্ন চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা শামীম রেজাকে গ্রেফতার করে। একই ফাঁড়ির আরেকটি দল চর মাঝাড়দিয়াড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে জীবন শেখকে। অন্যদিকে বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরের একটি টহল দল রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া পবা উপজেলার সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
×