ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গভূমি বর্ষসেরা পদক ও সাহিত্য পদক ঘোষণা

প্রকাশিত: ০৩:৫১, ২৬ জানুয়ারি ২০১৯

 বঙ্গভূমি বর্ষসেরা পদক ও সাহিত্য পদক ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গভূমি সাহিত্য পর্ষদের (বসাপ) এক বর্ধিত সভা সম্প্রতি সাভারের হেমায়েতপুরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বসাপ সভাপতি কবি ও ক্যাপটেন সম্পাদক রাশেদ রেহমান। উপস্থিত ছিলেন বসাপ সাধারণ সম্পাদক ও ‘বঙ্গভূমি’ সম্পাদক কবি মিজান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবি শহিদুল ইসলাম নিরবসহ আরও অনেকে। সভায় আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গভূমি আন্তর্জাতিক কবিতা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০১৯’-এর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক সম্পাদক কবি শহিদুল ইসলাম নিরবসহ সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অনুমতি ও পরামর্শ প্রাধান্যের ভিত্তিতে বঙ্গভূমি ‘বর্ষসেরা পদক, সাহিত্য পদক ও বিশেষ সম্মাননা ২০১৯’ পাচ্ছেন যারা তারা হলেন- ভারতের ড. দেবপ্রসন্ন বিশ্বাস (বর্ষসেরা লেখক), সংগ্রাম মিত্র (বর্ষসেরা সংগঠক), সাঈদ সাহেদুল ইসলাম (বর্ষসেরা ছড়াকার), সাজ্জাদ সাঈফ (বর্ষসেরা কবি)। ‘বঙ্গভূমি সাহিত্য পদক-২০১৯’ পাচ্ছেন ভারতের আগরতলার কবি ও আবৃত্তিকার মনিষা পাল চৌধুরী, কবি নাঈম ফিরোজ, খৈয়াম কাদের, ইমেল নাঈম, বুবু সীমা চট্টোপাধ্যায়, দিব্যাংশু ভট্টাচার্য, রুনা চট্টোপাধ্যায়, ‘নদীয়া’ সম্পাদক পুলক বোস ও রাজু শেখ। বাংলাদেশের লেখক রেজাউল ইসলাম আজিম, সাংবাদিক আব্দুল জলিল, কবি সিকতা কাজল, অমল বিশ্বাস, টিপু সুলতান, মহিউদ্দিন হেলাল, তাছলিমা শাহনূর, সাইফুজ্জামান দুদু, মামুনুর রশীদ (কবি ও সংগঠক), ফাতেমা খাতুন রুনা, মাইদুল ইসলাম মুক্তা, মতিয়ারা মুক্তা ও সোহেল আহমেদ খান। ‘বঙ্গভূমি বিশেষ সন্মাননা-২০১৯’ পাচ্ছেন ভারতের সাথী ম-ল, বাংলাদেশের রাফেজা খাতুন লাইজু, নাসরিন নাজ, আবু নাসের সিদ্দিক তুহিন, আল-আমিন হোসেন, শাহিনুল ইসলাম, মিলন ইমদাদুল, এস এম ইব্রাহিম খলিল, সৈকত জোয়ার্দার বাবু ও এ্যাড.মামুনুর রহমান।
×