ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাফল্যের হার বাড়ছে দেশের নারী আরচারিতে

প্রকাশিত: ০৮:২১, ২৪ ডিসেম্বর ২০১৮

 সাফল্যের হার বাড়ছে দেশের নারী আরচারিতে

স্পোর্টস রিপোর্টার ॥ নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, পাশাপাশি মেয়েদের সাফল্যের হারও অনেক বেশি। আরচারিতে তাই মেয়েদের অংশগ্রহণ নিয়ে চিন্তার কিছু নেই, বলছেন হিরামনি-শ্যামলীরা। ভবিষ্যতে আরও সম্ভাবনার কথা জানিয়েছেন সিনিয়র আরচাররা। তীর ১০ম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ৫২ নারী প্রতিযোগী। বিভিন্ন সংস্থার পাশাপাশি ক্লাবগুলো থেকে মেয়েদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ আশাবাদী করছে ফেডারেশনকে। আইএসএসএফ আন্তর্জাতিক আরচারির প্রথম আসরে নারী এককে স্বর্ণ জিতে হৈ চৈ ফেলেছিলেন হিরামনি। পরে অসুস্থতাসহ নানা কারণে প্রত্যাশামতো সাফল্য পাননি। আরচারিতে মেয়েদের সংখ্যা বাড়ায় উজ্জ্বল সম্ভাবনা দেখছেন হিরামনি। নিজেকে দেখতে চান সেরার কাতারে। যারা আরচারিতে আসতে চান তাদের দিয়েছেন অভয়। তীর-ধনুক হাতে অলিম্পিকেও খেলে এসেছেন শ্যামলী রায়। বিয়ে ভেঙ্গে দিয়ে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইতি খাতুন। এরকম আরও অনেক সুখবরই দিচ্ছে দেশের আরচারি। নিশানাবাজিতে বিশ্বসেরাদের কাতারে যাওয়ার যে লক্ষ্য ফেডারেশনের তাতে নারীদের থাকছে বড় ভ‚মিকা। শুধু রিকার্ভেই নয়, কম্পাউন্ড ইভেন্টেও সাফল্য আছে মেয়েদের। গত বছর এশিয়ান আরচারিতে টিম ইভেন্টে ষষ্ঠ হয়েছিলেন রোকসানা-সুস্মিতারা।
×