ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসায় সাফল্য

সার্জারি ছাড়াই হার্টের ভাল্বের ত্রুটি সারানো সম্ভব

প্রকাশিত: ০৬:৪৮, ৯ ডিসেম্বর ২০১৮

সার্জারি ছাড়াই হার্টের ভাল্বের ত্রুটি সারানো সম্ভব

সম্প্রতি ভারতে প্রথমবারের মতো দিল্লীর ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে ৬৯ বছর বয়সী রোগীর দেহে ওপেন হার্ট সার্জারি ছাড়াই মাইট্রাক্লিপ নামক ক্যাথেটার বেসড কার্ডিয়াক প্রসিডিউরের মাধ্যমে হার্টের ভাল্বের ত্রুটি রিপেয়ার করা সম্ভব হয়েছে। ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ অশোক শেঠের নেতৃতে একদল চিকিৎসক এই অনন্য সাফল্য অর্জন করেন। ভারতের চিকিৎসা ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সাফল্য। এখন থেকে হার্টের ভাল্বের ত্রুটিযুক্ত রোগীরা ওপেন হার্ট সার্জারি ছাড়াই তাদের হার্টের ত্রুটি সাড়াতে পারবেন। ১৩ বছর আগে ৬৯ বছর বয়সী এই রোগীর একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং পরবর্তীতে হার্টের ভাল্বে মারাত্মক লিকেজ সৃষ্টি হয়। এ যাবত এ ধরনের সমস্যার সমাধান কেবল ওপেন হার্ট সার্জারির মাধম্যেই করা যেতো। আর এখন থেকে রোগীরা কোন ধরনের বড় কাটাছেঁড়া ছাড়াই এই সমস্যার সমধান নিতে পারবেন। এ প্রসঙ্গে ডাঃ অশোক শেঠ বলেন, ‘মাইট্রাক্লিপ একটি যুগান্তকারী ক্যাথেটার বেসড কার্ডিয়াক প্রসিডিউর যেটা একটি সাধারণ এঞ্জিওগ্রামের মতো পদ্ধতি যার মাধ্যমে কোন ধরনের বড় কাটাছেঁড়া ছাড়াই হার্টের মাইট্রাল ভাল্বের ত্রুটি রিপেয়ার করা যায়। এই পদ্ধতির পর রোগীরা ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরে যেতে পারেন। -বিজ্ঞপ্তি
×