ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাঞ্চ বিরতির আগে মুমিনুলের বিদায়

প্রকাশিত: ১৯:৩৫, ৩০ নভেম্বর ২০১৮

লাঞ্চ বিরতির আগে মুমিনুলের বিদায়

অনলাইন ডেস্ক ॥ বিরতির আগে উইকেট পতন যেন নিয়ম বানিয়ে ফেলল বাংলাদেশ! প্রথম ঘণ্টার পানি পানের বিরতির আগে শেষ ওভারে আউট হয়েছিলেন সৌম্য সরকার। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিটা বেশ জমে উঠেছিল। কিন্তু লাঞ্চের আগে শেষ ওভারে আউট মুমিনুল। অফ স্টাম্পে পেসার কেমার রোচের শর্ট বল পুল করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ঠিকমতো খেলতে পারেননি। বল উঠে যায় মিড অফে। সহজ ক্যাচ নেন রোস্টন চেজ। লাঞ্চের আগে এমন শট খেলে আউট হওয়া মানে প্রতিপক্ষকে উইকেট উপহার দেওয়া। ৪৬ বলে ২ চারে ২৯ রান করে ফেরেন মুমিনুল। তার বিদায়ে ভাঙে ৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। লাঞ্চ বিরতির সময় ৩৩ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। অভিষিক্ত সাদমান ৩৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পঞ্চাশ ২০ ওভার ৪ বলে দলীয় পঞ্চাশ রান পূর্ণ করেছে বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ঠিক ৫০ রান। সাদমান ইসলাম ২৭ ও মুমিনুল হক ৪ রানে অপরাজিত আছেন। প্রথম ঘণ্টায় সৌম্যর বিদায় প্রথম ঘণ্টার শেষ ওভার ছিল এটা। সেই ওভারেই বাজে শট খেলে ফিরলেন সৌম্য সরকার। অফ স্পিনার রোস্টন চেজের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বল ব্যাটের কানায় লেগে জমা হয় প্রথম স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ৪২ বলে ১৯ রান করে ফেরেন সৌম্য। তার বিদায়ে ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি। অভিষিক্ত সাদমান ইসলামের সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক। সাদমানের অভিষেক ইমরুল কায়েস চোট নিয়ে ছিটকে পড়ায় ঢাকায় সাদমান ইসলামের টেস্ট অভিষেক অনুমিতই ছিল। হলোই তাই। বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন সাদমান। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া একাদশে ঢুকেছেন লিটন দাস। মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি খেলছেন। তবে মুশফিক খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপিং করবেন লিটন। লিটনকে জায়গা দিতে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। অর্থাৎ বাংলাদেশের একাদশে নেই কোনো পেসার। এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসেই এটিই প্রথম। বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন শ্যানন গ্যাব্রিয়েল একটি টেস্ট নিষিদ্ধ হওয়ায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। তার জায়গায় খেলছেন গত মাসে ভারত সফরে অভিষেক হওয়া ডানহাতি পেসার শেরমান লুইস। এ ছাড়া আর কোনো পরিবর্তন নেই ক্যারিবীয়দের। ওয়েস্ট ইন্ডিজ একাদশ ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডোরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিকান, শেরমান লুইস, কেমার রোচ। টস আবার টস জিতলেন সাকিব আল হাসান। চট্টগ্রামের মতো দ্বিতীয় টেস্টেও আগে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল সাড়ে নয়টায়।
×