ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি আরব থেকে ফিরলেন ১১৭ শ্রমিক

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ নভেম্বর ২০১৮

সৌদি আরব থেকে ফিরলেন ১১৭ শ্রমিক

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১১৭ পুরুষ শ্রমিক। বুধবার রাত ২টায় সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ওয়েবসাইটের। ইমিগ্রেশন সূত্র জানায়, আকামা (কাজ করার অনুমতিপত্র) এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই ১১৭ পুরুষ শ্রমিককে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ফিরে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই সৌদি আরবের জেদ্দার ডিপোর্টেশন ক্যাম্পে অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের আজকে দেশে পাঠানো হয়েছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন বলেন, তাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা সৌদি আরবে অবস্থান করছিলেন। আজ তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
×