ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে ওষুধ

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ নভেম্বর ২০১৮

হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে ওষুধ

মঙ্গলবার সকালে ডাঃ মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ১০ রোগীর প্রত্যেককে লাখ টাকার ওষুধ প্রদানের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। সি ভাইরাসে আক্রান্ত আরও ৫ শতাধিক রোগীকে এই ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে। যার আর্থিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে বিশ্ববাজারে এর আর্থিক মূল্য প্রায় শতগুণ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়–য়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, স্বাস্থ্য অধিফতরের পরিচালক অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
×