ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলার বিচার শুরু

প্রকাশিত: ২৩:০২, ২৬ নভেম্বর ২০১৮

হলি আর্টিজানে হামলার বিচার শুরু

অনলাইন রিপোর্টার ॥ দুই বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আট আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান সোমবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষাগ্রহণ শুরুর জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করে দেন। আসামিদের মধ্যে নব্য জেএমবির সদস্য জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগরকে অভিযোগ গঠনের শুনানিতে হাজির করা হয়। বাকি দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার কাজ চলবে। এ ট্রাইবুনালের পেশকার আতাউর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের শুনানিতে আদালতে উপস্থিত আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে পাঁচ তরুণের ওই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়। দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির গত ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
×