ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত: ০৪:২৬, ২৫ নভেম্বর ২০১৮

 নরসিংদীতে ছাত্র  খুনের ঘটনায়  গ্রেফতার ৫

রিপোর্টার, নরসিংদী ॥ কলেজছাত্র তানভিরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে শহরের বীরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সময় চিনে ফেলার কারণে হত্যা করেছে বলে তারা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, বীরপুর এলাকার সাত্তার ভুইয়ার ছেলে সাগর, ডলি বেগমের ছেলে সাথী, আসাদ মিয়ার ছেলে আলামিন, আমির হোসেনের ছেলে সিয়াম ও হৃদয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাগর ও আলামিন আদালতে ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাড়ির অদূরে তানভিরকে হত্যা করা হয়। নিহত কলেজছাত্র তানভির আহাম্মেদ বইপত্র আনার জন্য সকাল ৬টার দিকে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্তানের খোঁজ নেয়ার জন্য সকাল ১০টায় তার মা তাকে ফোন দেয়। কিন্তু কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বীরপুর স্কুলের পশে একটি দোকানের পেছনে বুকে ছুরিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের বাড়িতে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ।
×