ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তফসিল ঘোষণার পর জনসভা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৫, ১০ নভেম্বর ২০১৮

 তফসিল ঘোষণার পর জনসভা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্ট কিভাবে জনসভা করল সে ব্যাপারে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) করতে পারে না। এই জনসভার মাধ্যমে তারা নির্বাচনী আচরণবিধি বা আইন সুস্পষ্ট লঙ্ঘন করেছে। শুক্রবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের যে শর্তে অনুমোদন দিয়েছে তা তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) মানেনি। তারা তো তাদের বক্তব্যে আন্দোলনের কথা বলেছে, নির্বাচনবিরোধী বক্তব্য দিয়েছে। তাদের ৭ দফা দাবি না মানলে নাকি তারা আন্দোলনে যাবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অবস্থায় এ রকম জনসভা করে, এ রকম বক্তব্য কি তারা দিতে পারে? প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, এটা কি তার লঙ্ঘন নয়? এ প্রশ্নটা প্রধান নির্বাচন কমিশনারের কাছেও রেখে যাচ্ছি। তিনি বলেন, মুখে যত কথাই বলুক জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন করতে পারবে না। সিলেট থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় দেখা গেছে দেশের জনগণ নির্বাচনমুখী ও সমাবেশে আন্দোলনবিমুখ। এ কারণে তাদের আন্দোলনের ভাঙ্গা হাট জমছে না। এটাই সর্বশেষ রাজশাহীর সমাবেশ থেকে প্রমাণ হলো। ৭ দফা দাবি মেনে না নিলে বিএনপি নির্বাচনে যাবে না- বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপেক্ষা করুন ৩০ তারিখ পর্যন্ত। তলে তলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আর সামনে দিয়ে ফাঁকা আওয়াজ তুলছে। কারণ, যদি কিছু আদায় করে নিতে পারে এই আশায়। সৈয়দ আশরাফের দ্রুত রোগমুক্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি দলের সংসদীয় বোর্ডের সদস্য। এই গুরুত্বপূর্ণ সময়ে সৈয়দ আশরাফ আমাদের মধ্যে ও দলীয় কর্মকান্ডে উপস্থিত নেই তা আমাদের ভাবতেও কষ্ট হয়। সৈয়দ আশরাফ দেশের রাজনীতিতে একজন পারফেক্ট জেন্টলম্যান ও বিনয়ী রাজনীতিবিদ। তিনি দেশের রাজনীতিতে একজন ব্রিলিয়ান্ট ও ব্রাইট সন্তান। তিনি দু’বার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দেশের জনগণ এখন নির্বাচনী মুডে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাবলিক এখন ইলেকশন মুডে আছে। সবাই এখন ইলেকশন করতে চায়। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে এখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতায় যাবেন জনগণই তাদের প্রতিরোধ করবে। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। কাদের বলেন, তফসিল ঘোষণার পর পরই আমরা মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছি। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে নির্বাচনমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের বাইরে আন্দোলনের যত ডাকই দিক না কেন, জনগণ তাতে সাড়া দেবে না।
×