ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘শুভজন পদক-২০১৮’ পাচ্ছেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

প্রকাশিত: ০৭:১২, ৮ নভেম্বর ২০১৮

‘শুভজন পদক-২০১৮’ পাচ্ছেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

স্টাফ রিপোর্টার ॥ শুভজনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘শুভজন পদক-২০১৮’ পাচ্ছেন দেশবরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ার। শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে ‘শুভজন পদক-২০১৮’ প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধিতেও ভূষিত করা হবে। আগামী ১৫ নবেম্বর আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হবে। শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৬ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৭ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আগামী ১৫ নবেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, শুভজন পদক-২০১৮ প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। পদকপ্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজবন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেস্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি একবার ‘শুভজন পদক’ পেলে তাকে পরবর্তীতে পদকের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে শুভজন মরণোত্তর পদক দেয়ার কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শুভজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক তরুণ রাসেল।
×