ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ২৭ মামলা আপীল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়

প্রকাশিত: ০৬:০৮, ৬ নভেম্বর ২০১৮

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ২৭ মামলা আপীল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া দ-ের বিরুদ্ধে সাতাশটি মামলা আপীল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়। গত ২৬ মাসে আপীল বিভাগে নতুন করে মানবতাবিরোধী অপরাধের কোন মামলার শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষ আশা করছে শীঘ্রই মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর নিষ্পত্তি। অপরদিকে সাবেক আইনমন্ত্রী, আপীল বিভাগের সাবেক বিচারপতিসহ আইনজীবীরা বলছেন, আপীল বিভাগে বিচারপতির ১১ পদে। নতুন তিন বিচারপতি নিয়োগ দেয়ার পর বর্তমানে প্রধান বিচারপতিসহ সাতজন বিচারপতি রয়েছেন। আরও চার বিচারপতির পদ এখনও শূন্য। তারা আশা করছেন আপীল বিভাগে আরও চার বিচারপতি নিয়োগ দেয়া হলে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব। একই সঙ্গে আপীল বিভাগের মামলা জটও অনেকাংশে কমে যাবে। এর আগে আপীল বিভাগে সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। এই সাতটি মামলার মধ্যে ৬ জনের মৃত্যুদ- বহাল রাখা হয়। পরবর্তীতে ওই ৬ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। একজনকে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে। আপীল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট মীর কাশেম আলীর মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর নতুন মামলার আর শুনানি হয়নি।
×