ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৯, ১ নভেম্বর ২০১৮

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম দিন জেএসসিতে বাংলা ও জেডিসিতে কোরআন মাজিদ অনুষ্ঠিত হবে। ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেউ যদি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে শিক্ষা প্রশাসন। শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষা চলাকালীন ১৫ নবেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। সব ধরনের কোচিং সেন্টার অবৈধ। কেউ যদি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সারাদেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি- জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে শিক্ষক-অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হয়। তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলা হবে। এবার জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। ছাত্রদের চেয়ে এবার দুই লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি।
×