ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভালুকায় বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ২০:০৬, ৩১ অক্টোবর ২০১৮

ভালুকায় বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার গভীর রাতে আনোয়ার হোসেন (৩৭) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার কাদিগড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে পুলিশ ওই স্থানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উপজেলার আংগারগাড়া গ্রামের ফালান বাছেদের ছেলে আনোয়ার পালাতে গেলে গুলিবিদ্ধ হয়। পরে আনোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার হোসেন তালিকাভুক্ত একজন ডাকাত । তার নামে ভালুকা, শ্রীপুর, জয়দেবপুরসহ আরও কয়েকটি থানায় ডাকাতি, নারী নির্যাতন, মাদকের ১৫ টি মামলা রয়েছে এর মাঝে ৯টিতে ওয়ারেন্ট রয়েছে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, চাপাতি উদ্ধার করা হয়েছে। ওই সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরো পড়ুন  

×