ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সানিয়া-মালিকের কোলে পুত্র সন্তান

প্রকাশিত: ০৭:০৬, ৩১ অক্টোবর ২০১৮

সানিয়া-মালিকের কোলে পুত্র সন্তান

স্পোর্টস রিপোর্টার ॥ পুত্র সন্তানের বাবা-মা হলেন বিশ্ব ক্রীড়াঙ্গনের বহুল আলোচিত সানিয়া মির্জা ও শোয়েব মালিক দম্পতি। প্রথম খবরটি দেন বলিউড চিত্র পরিচালক ফারাহ খান। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘প্রতীক্ষার অবসান। মা হয়েছেন আমার বন্ধু সানিয়া।’ তিনি আরও উল্লেখ করেন, ‘অবশেষে সেই সুদিন এসেছে। অভিনন্দন সানিয়া আর মালিককে। ছোট্ট দেবদূত এসেছে তোমাদের কাছে।’ আর মঙ্গলবার ভোরে পুত্র সন্তানের জন্মের খবর দেন সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব, ‘প্রতিটি ক্ষেত্রের মতো আমার মেয়েটা (সানিয়া) মানসিকভাবে একেবারে চাঙ্গা। আমাদের জন্য যারা প্রার্থনা করেছিলেন তাদের সকলকে ধন্যবাদ।’ টুইটারে আবেগাপ্লুত শোয়েব। শোয়েবের ম্যানেজার আমিম হক জানিয়েছেন, পাক তারকা এখন আনন্দে ভাসছেন। চাঁদের টুকরো হাতে পেয়েছেন। এশিয়া কাপ চলার কারণে বেবি শাওয়ারে থাকতে পারেননি। কিন্তু এ ক’দিন সানিয়ার পাশেই ছিলেন। যদিও এপ্রিল মাসে স্ত্রী সন্তানসম্ভবা হলে ছবি টুইট করে সানিয়ার খবর জানিয়েছেন মালিক। ছবি পোস্ট করেছেন সানিয়া নিজেও। তার পরিবারের তরফ থেকে জানানো হয়, তাদের সন্তান ‘মির্জা-মালিক’ পদবি ব্যবহার করবে। সানিয়া আগেই জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান নয় তাদের সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক। উল্লেখ্য, নানা বিতর্কের পর একেবারে ঘরোয়া একটি অনুষ্ঠানে ২০১০ সালের এপ্রিল মাসে বিয়ে হয় চিরশত্রু দুই দেশ ভারতীয় টেনিস কুইন সানিয়া ও পাকিস্তান তারকা ক্রিকেটার শোয়েবের। ঝুহাইয়ে সাবালেঙ্কার দারুণ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ চীনের ঝুহাইয়ে ডব্লিউটিএ এলিট ট্রফির শুরুতেই সহজ জয় তুলে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এ তরুণী ১ ঘণ্টা ২৬ মিনিটে ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টিকে। তবে ম্যাচ শেষে কিছুদিন আগের একটি অযাচিত ঘটনার জন্ম দেয়া সাবালেঙ্কা দুঃখ প্রকাশ করেন। গত অক্টোবরে চায়না ওপেনে শূন্য পানির বোতল ছুঁড়ে মারেন বলবয়ের দিকে। অবশ্য সেটি মাটিতেই পড়েছিল। কিন্তু সামাজিত মাধ্যমে ব্যাপক সমালোচিত হন তিনি। এরপরও ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন সাবালেঙ্কা। আসরে অন্য ম্যাচটি জিতেছেন বেলজিয়ামের এলিস মার্টেন্স ও রাশিয়ার দারিয়া কাসাতকিনা।
×