ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ দফা দাবি নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে চিঠি কামাল হোসেনের

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ অক্টোবর ২০১৮

৭ দফা দাবি নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে চিঠি কামাল হোসেনের

অনলাইন রিপোর্টার ॥ আজ রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে গিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা আ ও ম শফিক উল্যাহ ও জগলুল হায়দার আফ্রিক জোটের প্যাডে সাত দফা দাবি নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে লেখা কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পৌঁছে দেন। একাদশ সংসদ নির্বাচনের আগে নবগঠিত জোটের এই চিঠি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। চিঠিতে বর্তমান রাজনৈতিক অবস্থাকে একটি ‘সঙ্কট’ উল্লেখ করে তা থেকে উত্তরণে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণার কথা বলেন কামাল। তিনি লিখেছেন, “একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সে লক্ষ্যে আপনার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।” নির্বাচনের আগে তোলা এই ৭ দাবি পূরণ কিংবা এই ধরনের সংলাপের সম্ভাবনা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা নাকচ করে আসার মধ্যে এই চিঠি গেল শেখ হাসিনার কাছে। বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের এই চিঠিটি শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলার মাধ্যমে, সাংবিধানিকভাবে স্বীকৃত যে উপাধি নিয়ে আপত্তি রয়েছে জিয়াউর রহমানের দলের নেতাদের।
×