ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তি ও তারেকের সাজা বাতিলসহ ৭ দফা জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ অক্টোবর ২০১৮

খালেদার মুক্তি ও তারেকের সাজা বাতিলসহ ৭ দফা জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। এদিকে ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। ড. কামাল অভিযোগ করে বলেন, মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন জামিন নিয়েছেন তারপরও তাকে গ্রেফতার করে সরকার কারাগারে পাঠিয়েছে। মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ, তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো? এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি দেয়া হয়েছে সেই দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ড. কামাল হোসেন বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ। তিনি বলেন, সিলেট থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন সাতটি দাবি ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নির্দেশে নির্দেশিত হয়ে সাতটি দাবি ঘোষণা করছি। এসব হলো- (১) নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আমরা খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করছি। তারেক রহমানের মামলা সাজা বাতিল করতে হবে। (২) জনগণ ভোটের মালিক, তাদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। (৩) নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিরপেক্ষ সরকার ঘোষণা করতে হবে। (৪) আইনের শাসন কায়েম করতে হবে। (৫) বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। (৬) সুপ্রীমকোর্টসহ সব জেলা আইনজীবী সমিতিতে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ৭ দিনের মধ্যে গঠন করতে হবে। (৭) সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ করা হবে।
×