ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে অনুপ্রেবেশ সালাহউদ্দিনের বিরুদ্ধে রায় ফের পিছিয়েছে

প্রকাশিত: ০৫:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  ভারতে অনুপ্রেবেশ  সালাহউদ্দিনের বিরুদ্ধে রায় ফের পিছিয়েছে

বিডিনিউজ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা রায় আবারও পিছিয়ে গেছে। শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালতে শুক্রবার এই রায় ঘোষণার কথা থাকলেও বিচারক রায় না দিয়ে ১৫ অক্টোবর নতুন তারিখ রাখেন বলে সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এপি মহন্তে জানান। তিনি বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু বিচারক আসেননি। নতুন তারিখের আদেশ পাঠিয়ে দিয়েছেন।’ সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদও তিনদিন আগে ঢাকা থেকে শিলংয়ে পৌঁছান। তিনিও শুক্রবার আদালতে ছিলেন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স এ্যাক্টের ১৪ ধারায় তিন বছর ধরে এ মামলা চলছে সালাহউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাদন্ডের বিধান রয়েছে। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের দাবি, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল। আর কোন পথে কীভাবে তিনি শিলংয়ে পৌঁছেছিলেন, সে তথ্যও ভারতীয় পুলিশ উদঘাটন করতে পারেনি। সরকারী কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহউদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের টেলিকম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনা আহমেদও সংসদ সদস্য ছিলেন।
×