ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ইয়াবাসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেল দুই সহযোগীসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মিরপুর ১০ নম্বরের ডি ব্লক এলাকা থেকে পল্লবী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৫ পিস ইয়াবা। বিষয়টি সম্পর্কে জানতে পল্লবী মডেল থানার ওসি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃতরা হচ্ছেন, রুবেল (৩৮), আওলাদ হোসেন (৩৮) ও তানজিলা আক্তার শিউলী ওরফে সীমা (২৬)। রুবেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে। আর আওলাদ ও সীমা রুবেলের ঘনিষ্ঠ সহচর। তারা সবাই মাদক ব্যবসায়ী। রুবেলের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ২০১২ সালে দায়ের হওয়া একটি মাদকের মামলা আছে। আর সীমার বিরুদ্ধেও মাদকের মামলা আছে। তবে আওলাদের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত মাদকের মামলা থাকার কোন তথ্য মেলেনি। গ্রেফতারকৃতরা বহুদিন ধরেই মাদকের ব্যবসায় জড়িত। উদ্ধার হওয়া মাদকগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তারা।
×