ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৩ নেতাকর্মী রিমান্ডে

চট্টগ্রামেও নাশকতার ছক জামায়াত-শিবিরের

প্রকাশিত: ০৫:৫৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামেও নাশকতার ছক জামায়াত-শিবিরের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জামায়াত-শিবির আবারও সংঘটিত হয়ে আগামী সংসদ নির্বাচনের আগে নাশকতার ছক কষছে। এ তৎপরতা চট্টগ্রামে তুলনামূলকভাবে বেশি হচ্ছে খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ইতোমধ্যে জামায়াত-শিবিরের অপতৎপরতা আগে ভাগে রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে চার জোন ডিসিকে (উপ-পুলিশ কমিশনার)। সূত্র জানিয়েছে, গত দুই বছর ধরে বিএনপি নেতাকর্মীদের মাঠে ময়দানে অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের যে সক্রিয় ভূমিকা চলে আসছে বিপরীতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে তুলনামূলকভাবে তেমন পরিলক্ষিত হয়নি। ফলে ভেতরে ভেতরে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জঙ্গীপনায় উদ্বুদ্ধদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে এখন নাশকতার ছক কষছে। সিএমপি ইতোমধ্যে জামায়াত-শিবিরের ৪৮ শীর্ষ নেতা নামধারী সন্ত্রাসীর একটি তালিকাও পেয়েছে। তবে এ ৪৮ জন সকলের পরিপূর্ণ কোন ঠিকানা না থাকায় ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে।
×