ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধর্মমন্ত্রীকে কটূক্তি করায় আদালতে মানহানির মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ০৫:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৮

ধর্মমন্ত্রীকে কটূক্তি করায় আদালতে মানহানির মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কটূক্তি করায় স্থানীয় মহানগর যুবলীগের প্রয়াত নেতা শেখ আজাদের স্ত্রী দিলরুবা আক্তারসহ ৯ জনের নামে ময়মনসিংহ আদালতে মানহানির মামলা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি দায়ের করেছেন। বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ জানান, গত ২৮ আগস্ট নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে আয়োজিত এক সমাবেশে দিলরুবা আক্তার দিলু ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কটূক্তি করে বক্তব্য রাখায় মানহানির অভিযোগ এনে এই মামলাটি করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক রোজিনা খান মামলাটি আমলে নিয়ে কটূক্তিকারী দিলরুবা আক্তারের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার অপর আসামিরা হচ্ছে তুলি, হাসিনা, ইতি, আনোয়ারা, ফরিদা, আলমগীর হোসেন, মানিক ও শেখ ছাব্বির।
×