ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৭:১৪, ৪ সেপ্টেম্বর ২০১৮

প্রতিবাদ

গত ১৪ আগস্ট দৈনিক জনকণ্ঠে ‘ঘুষ না দেওয়ায় চিংড়ি ভর্তি গাড়ি জব্দ তালিকায় মাত্র ১শ’ কেজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল টেকনাফের রাজস্ব কর্মকর্তা রনজিত কুমার নাথ। তিনি জানান, প্রকাশিত সংবাদের তথ্যে অসঙ্গতি রয়েছে। প্রকৃতপক্ষে ১শ কেজি নয়, ২০০ কেজির মামলা দেয়া হয়েছে। স্পট নিলামে বিক্রির ৪০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে রাতে ব্যাংক খোলা না থাকায় নগদ প্রদান করা হলেও পরদিন সোনালী ব্যাংক উখিয়া শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সুতরাং চিংড়ি বিক্রির অর্থ কাগজে কলমে অর্ধেক দেখানো হয়েছে মর্মে পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়।
×