ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে বেদম প্রহারে প্রাণ গেল রোগীর

প্রকাশিত: ০৭:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

কালকিনিতে বেদম প্রহারে প্রাণ গেল রোগীর

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ সেপ্টেম্বর ॥ কালকিনিতে ভুয়া কবিরাজের অপচিকিৎসায় নয়ন খান (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার ওপরে চিকিৎসার নামে শারীরিক নির্যাতন চালানো হয়। সে সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম পূয়ালী গ্রামের সেলিম খানের ছেলে নয়ন খান দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে ছিলেন। তাকে চিকিৎসা করাতে হিমসিম খেতে হয়েছিল ওই পরিবারের। অসহায় পরিবারটি অর্থাভাবে প্রতিবন্ধী ছেলে নয়নকে চিকিৎসা করাতে পারেনি। তাই তাকে তার পরিবার অল্প খরচে চিকিৎসা করানোর জন্য শনিবার জেলার রাজৈর উপজেলার শ্যামপুর এলাকার রবি ফকির নামের এক কবিরাজের কাছ নিয়ে যান। সেখানে ওই কবিরাজ প্রতিবন্ধী নয়নকে প্রথমে পানি, তেল পড়া, ঝাড় ফুক ও তাবিজ পড়া দিয়ে চিকিৎসা চালান। এমন কি চিকিৎসার নামে তার ওপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে নিহত কিশোরের বাবা জানান। নির্যাতনে ধীরে-ধীরে প্রতিবন্ধী নয়ন খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার অবস্থা বেগতিক দেখে রবিবার সকালে মাদারীপুর সদর হাসাপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
×