ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সংঘর্ষের পর বাস-ট্রাকে আগুন ॥ ২ চালকের মৃত্যু

প্রকাশিত: ১৭:৫৫, ৩১ আগস্ট ২০১৮

দিনাজপুরে সংঘর্ষের পর বাস-ট্রাকে আগুন ॥ ২ চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ দিনাজপুরের কাহারোলে মুখোমুখি সংঘর্ষের পর নৈশকোচ ও ট্রাক আগুন লেগে দুই চালক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মিলন (৪০)। বাড়ি যশোরের নওপাড়ায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশকোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং একটি বিপরীতমুখী ট্রাক (যশোর-ড-১১-৪১৩২) কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৈশকোচ ও ট্রাকে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান বাস ও ট্রাকের চালক। সংবাদ পেয়ে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
×