ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নজরুল পুরস্কারে ভূষিত রশিদুন নবী

প্রকাশিত: ০৬:৫১, ৩০ আগস্ট ২০১৮

নজরুল পুরস্কারে ভূষিত রশিদুন নবী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ‘নজরুল পুরস্কার ২০১৭’ প্রদান করে। নজরুল গবেষণায় এবার নজরুল পুরস্কার ২০১৭তে ভূষিত হন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও গবেষক ড. রশিদুন নবী। এ উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও উপস্থিত ছিলেন সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি পৌত্রী খিলখিল কাজী। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অন্যদিকে নজরুল সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ‘নজরুল পুরস্কার ২০১৭’ পদক পেয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল। পুরস্কার গ্রহণ প্রসঙ্গে ড. রশিদুন নবী বলেন, নিঃসন্দেহে গৌরবের একটি ব্যাপার, আমাকে এ সম্মানে ভূষিত করায় নজরুল ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরস্কার আমাকে নজরুল চর্চায় আরও উৎসাহিত করবে।
×