ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সংঘর্ষ ॥ ডিবির সাত কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত: ০৬:২৮, ২৮ আগস্ট ২০১৮

না’গঞ্জে সংঘর্ষ ॥ ডিবির সাত কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর খানপুর বরফকল এলাকার চৌরঙ্গী পার্কের সামনের ফাস্টফুডের দোকানে লাচ্ছি খাওয়াকে কেন্দ্রে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দোকানদারদের সংঘর্ষের ঘটনায় সোমবার জেলা গোয়েন্দা পুলিশের ৭ কর্মকর্তাসহ ৮ পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, ফাস্ট ফুডের দোকানে লাচ্ছি খাওয়া নিয়ে ডিবি পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান, উপ-পরিদর্শক মিজানুর রহমান, আবু সায়েম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, বকুল মিয়া, আজিজুর রহমান, তৌফিকুর রহমান ও কনস্টেবল লুৎফর রহমানকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেয়া হবে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রবিবার রাতে ফাস্ট ফুডের দোকানে লাচ্ছি খাওয়াকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের ওপর হামলা মারধরের ঘটনায় ডিবির এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাধা, পুলিশের ওপর মামলা ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
×