ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় পল্লীবিদ্যুত কর্মকর্তা জেলে

প্রকাশিত: ০৪:০৫, ২৭ আগস্ট ২০১৮

পাবনায় পল্লীবিদ্যুত কর্মকর্তা জেলে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ আগস্ট ॥ সিনিয়র স্পেশাল জজ আদালত রবিবার আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলায় পল্লীবিদ্যুত সমিতি পাবনা-২ মহাব্যবস্থাপক (সাবেক) নিতাই কুমার সরকারকে জেলহাজতে পাঠিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, পল্লীবিদ্যুত সমিতি পাবনা-২ মহাব্যবস্থাপক (সাবেক) নিতাই কুমার সরকারকে ২২ লাখ ৮৮ হাজার ৮৬ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দীকি ২০১৭ সালের ২৩ আগস্ট পাবনা সদর থানায় মামলা দায়ের করে। মামলা নং-৮৬। দুদক এ মামলায় চলতি বছরের ২৯ মার্চ চার্জশীট দাখিল করে। এ মামলায় রবিবার নিতাই কুমার সরকার সিনিয়র স্পেশাল জজ মোঃ নুরুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, নিতাই কুমার সরকারের বিরুদ্ধে প্রতারণামূলক জাল দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ নেয়ার অভিযোগে দুদক অপর একটি মামলা করেছে ।
×