ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৬, আহত ২

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ আগস্ট ২০১৮

ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৬, আহত ২

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে বাস ও সিএনজি অটো রিক্সার সংঘর্ষে ২ মহিলা সহ ৬ জন নিহত হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় এ দূঘটনা ঘটে। নিতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে অটোরিক্সা চালক রুহুল আমিন (৫০), ছাড়া একই পরিবারের নাসিমা (৪০), অন্তসত্বা সালমা (২০) , সাহাদাত হোসেন (২৫) নাসির উদ্দিন (২৬) দেলওয়ার (২০) । স্থানিয় একাধিক সুত্র জানায়- মহাসড়কে সিএনজি অটো রিক্সাকে হাইওয়ে পুলিশ থামার জন্য সিগনাল দেয়। অটোরিক্সা চালক দ্রুত অটোরিক্সাটি উল্টো দিকে চালিয়ে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এ সময় পেছণে থাকা চট্রগ্রামগামী শ্যমলী পরিবহনের বাস অটোরিক্সাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুই মহিলা সহ ৬ জন মারা যায়। শিশু আরাফাত (৩) ও সুমি আক্তার (২৫)সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলের বাড়ী সোনাগাজীর নবাবপুরে। তার শহরের সহদেবপুর আত্বীয় বাড়ী থেকে নিজবাড়ীতে ফেরার পথে এ দূঘটনার শিকার হয়। ঘাতক বসটি পুলিশ আটক করেছে, চালক পালিয়ে গেছে। মহাসড়কে হাইওয়ে পুলিশ লালপুল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিক্সা আটক করলে পরে বিশেষ ব্যবস্থায় ছাড়া পেয়ে থাকে। আবার অনেক অটোরিক্সার নামে মামলা দিয়ে পুলিশ তাদের অপকর্ম জায়েজ করে থাকে বলে অভিযোগ রয়েছে।
×