ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গহনার দোকানে ভিড়

প্রকাশিত: ০৫:৫৮, ২১ আগস্ট ২০১৮

 গহনার দোকানে ভিড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরজায় কড়া নাড়ছে ঈদ। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। পছন্দের পোশাক আর জুতোর সঙ্গে মিল রেখে মেয়েরা ঢুঁ মারছেন গহনার দোকানে। রঙের মেলায় রঙিন উৎসব। আর মাত্র ১ দিন বাকি ঈদুল আজহার। এদিন নতুন পোশাকের সাথে ফ্যাশনিস্তাদের চাই ম্যাচিং জুয়েলারিও। তাই তো রাজধানীর বিপণিবিতানগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এবারের ঈদে বাহারি নকশার গহনার পাশাপাশি; পছন্দের তালিকায় রয়েছে সিম্পল পায়েল, আংটি আর ব্রেসলেট। শুধু নিজের জন্যই নয়, প্রিয়জনের জন্য উপহার কিনতেও ক্রেতাদের সমাগম দোকানে দোকানে। বিক্রাতারা বলছেন. কোরবানির ঈদে বেচাকেনা একটু কমই হয়। তবে এবার যেন বিকিকিনিতে একটু বেশিই ভাটা পড়েছে।
×