ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ আগস্ট ২০১৮

 কুষ্টিয়ায় ভাইয়ের  হাতে ভাই খুন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৪ আগস্ট ॥ কুষ্টিয়ায় ভাইয়ের হাঁসুয়ার কোপে খুন হয়েছে ভাই মিথুন মন্ডল (২৮)। সোমবার রাতে কুষ্টিয়া শহরের ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে ঝালুপাড়া নিজ এলাকায় মিথুন মন্ডলের সঙ্গে তার চাচাত ভাই শিমু মন্ডলের বাগ্বিতন্ডার এক পর্যায়ে শিমু মন্ডল বাড়ি থেকে ধারালো হাঁসুয়া বের করে এনে মিথুন মন্ডলের উদ্দেশে তেড়ে যায় এবং তার ঘাড়ে ও পেটে আঘাত করে। এতে রক্তাক্ত জখম অবস্থায় মিথুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিথুন এলাকার মৃত ইনাত আলী মন্ডলের ছেলে এবং শিমু একই এলাকার মওলা মন্ডলের ছেলে। . হবিগঞ্জে শ্রমিক নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, হবিগঞ্জের লাখাই উপজেলাধীন লাকড়ি মুড়ি হাওড়ে আব্দুল কাদির (৪০) নামে এক হাঁস খামার ব্যবসায়ীকে উপর্যুপরি খুঁচিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র। মঙ্গলবার দুপুরে এই মৃতদেহ উদ্ধার করে এবং একই দিন বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে। এদিকে পুলিশ জানায়, একই দিন রাতের কোন এক সময়ে হয়তো কাদিরকে ফিকল ও অন্য অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। . ডিমলায় গৃহবধূ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, রেনু বেগম (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ডিমলা উপজেলার তিস্তা নদীবিধৌত টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দেয়ায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, দুই ছেলে ও পুত্রবধূসহ চারজনকে জন্য আটক করে থানায় নেয় পুলিশ। . মিঠামইনে জেলের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, মিঠামইনে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আনছার আলীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘাগড়া হাঁটুরিয়া নদীসংলগ্ন শুকুরমূল খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সূত্র জানায়, উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া শেখেরহাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে নিহত আনছার আলী সোমবার ভোরে ডিঙি নৌকা নিয়ে হাঁটুরিয়া নদীসংলগ্ন হাওড়ে মাছ ধরতে যায়।
×