ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৭:০৪, ৯ আগস্ট ২০১৮

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ আগস্ট ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক হোসেন (৪২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। জানা যায়, র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধার করতে মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ফারুক আহত হন। এ সময় ফারুক হোসেনের সহযোগী অপর মাদক কারবারি পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা গুরুতর আহত মাদক ব্যবসায়ী ফারুককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক এএসআই ও এক কনস্টেবলসহ ২ জন আহত হয়েছে। বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর আতাউর রহমান এবং চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক কারবারি ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫২৪ পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ফারুকের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনের ৭টি মামলা রয়েছে।
×