ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে অটোরিক্সা ট্রাক সংঘর্ষ ॥ নিহত দুই

প্রকাশিত: ০৭:০৩, ৯ আগস্ট ২০১৮

সিলেটে অটোরিক্সা ট্রাক সংঘর্ষ ॥ নিহত  দুই

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে দুজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের হেতিমগঞ্জ মোল্লাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জানা যায়, বিয়ানীবাজার থেকে বালু বোঝাই একটি ট্রাক সকাল সাড়ে ১০টা দিকে সিলেট শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার ২ যাত্রীর মৃত্যু ঘটে। এদিকে গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, বুধবার কাভার্ড ভ্যান চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম খোদেজা আক্তার (৭৫)। সে শ্রীপুর উপজেলার হালুকাইদ গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে। পুলিশ জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে যাচ্ছিল খোদেজা। খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ১ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মঞ্জুরুল আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পোমাং পাড়ায় এ হত্যাকা- ঘটে। নিহত মঞ্জুরুল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের চাঁদা আদায়কারী। নিরাপত্তা বাহিনী মঞ্জুরুলের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঞ্জুরুল গত ১০ বছর আগে এক চাকমা সম্প্রদায়ের নারীকে বিয়ে করে দীঘিনালা সদর উপজেলার পোমাংপাড়ায় বসবাস করছিল। ঘটনার সময় সে কয়েকজন বন্ধু-বান্ধবী নিয়ে স্থানীয় পোমাংপাড়া স্কুলে আড্ডায় ছিল। এ সময় সন্ত্রাসীরা এসে ব্রাশ ফায়ার করলে মঞ্জুরুল ঘটনাস্থলে প্রাণ হারায়। খবর পেয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাহউদ্দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, নিহত মঞ্জুরুলের শরীরে ১৪টি গুলির চিহ্ন রয়েছে।
×