ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল দাম পাওয়ায় বগুড়ায় গরু লালনপালন বেড়েছে

প্রকাশিত: ০৫:৪১, ৩০ জুলাই ২০১৮

  ভাল দাম পাওয়ায় বগুড়ায় গরু লালনপালন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছর কোরবানি ঈদে ভাল দাম পাওয়ায় বগুড়ায় এবার অনেকেই গরু লালনপালন করছেন। এক বছরের ব্যবধানে জেলায় বেড়েছে খামারি ও গরুর সংখ্যা। আর গরু মোটাতাজাকরণে গ্রামগুলোতে পরামর্শ ও সহযোগিতা করছে প্রাণিসম্পদ বিভাগ। গত বছর কোরবানি ঈদে বগুড়ার গরু বিক্রি করে ভাল লাভ পেয়েছেন খামারি ও কৃষকরা। এবারও তারা আশায় বুক বেঁধেছেন। এক বছরের ব্যবধানে জেলায় বেড়েছে খামারি ও গরুর সংখ্যা। গেল বছর জেলায় ব্যক্তি পর্যায়ে ১৭ হাজার ৪৯০টি খামারের বিপরীতে গরু ছিল ১ লাখ ৮৭ হাজার ১শ’ ৭২টি। চলতি বছর খামারের সংখ্যা ২ হাজার ৩৯৯টি বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৮৯টি। গরুর সংখ্যা ২০ হাজার ১৩০টি বেড়ে হয়েছে ২ লাখ ৭ হাজার ৩০২ টি। এছাড়াও গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কোরবানির জন্য গরু লালন-পালন করা হচ্ছে।
×