ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরান থেকে তেল আমদানিতে ভারতের আশা

প্রকাশিত: ০৭:৪৪, ২৯ জুলাই ২০১৮

ইরান থেকে তেল আমদানিতে ভারতের আশা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইরান থেকে তেল আমদানি বন্ধ করা নিয়ে মার্কিন সুর নরম করতে চাবাহার-তাস খেলল সাউথ ব্লক। যার সঙ্গে জড়িত মার্কিন স্বার্থও। দিল্লীর আশা, এতে কিছুটা অন্তত মন গলবে ওয়াশিংটনের। ভারতে সফর করেছে মার্কিন ট্রেজারি বিভাগের সহসচিব মার্শাল বিলিংসিøর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বিদেশ, অর্থ, স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তারা। সূত্রের খবর, সেখানে ভারত জানিয়েছে, ইরান থেকে তেল আনা হঠাৎ বন্ধ করলে, তেল ভা-ারে তো বটেই, প্রভাব পড়বে ভারত-ইরানের যৌথ উদ্যোগ চাবাহার বন্দর প্রকল্পেও। ইরানে ওই বন্দর ব্যবহারের অধিকার পাওয়ায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে যেতে পারছে ভারত। ওই দেশের পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় এর গুরুত্ব আমেরিকাও অস্বীকার করতে পারে না।
×